ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নাভালনির মরদেহ দেখেছেন তার মা, গোপনে সমাহিত করতে চাপ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
নাভালনির মরদেহ দেখেছেন তার মা, গোপনে সমাহিত করতে চাপ

রাশিয়ায় কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনির মা বলেছেন, ছেলের মরদেহ তাকে দেখানো হয়েছে। তবে মরদেহ গোপনে সমাহিত করতে রাশিয়ার কর্তৃপক্ষ তার ওপর চাপ সৃষ্টি করছে।

 

এক ভিডিওবার্তায় লিউডমিলা নাভালনিয়া বলেন, তাকে একটি মর্গে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যু সনদে সই করেন।  

সাবেক বিরোধী নেতার প্রেস সেক্রেটারি বলেন, নাভালনির মায়ের কাছে পেশ করা একটি মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, তার মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে।  

নাভালনির স্ত্রী অবশ্য অভিযোগ করেছেন, তার স্বামীকে রাশিয়ান কর্তৃপক্ষ হত্যা করেছে।  

নাভালনির মা বলেন, কর্তৃপক্ষ তার পুত্রের শেষকৃত্য, স্থান, সময় ও পদ্ধতিসহ বিভিন্ন শর্ত ঠিক করছে।  

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সানফ্রান্সিসকোতে নাভালনির স্ত্রী ইউলিয়া ও কন্যা দাশা নাভালনায়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।  

১৬ ফেব্রুয়ারি কারাগারে মারা যান নাভালনি। কারা কর্মকর্তারা বলেন, হাঁটার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।  

তবে ইউলিয়ার দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি তার স্বামীর অসমাপ্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।  

ক্রেমলিন অবশ্য নাভালনিকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।