ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ভোটে বিপুল অংশগ্রহণের মাধ্যমে জনগণ রায় জানিয়ে দিয়েছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
ভোটে বিপুল অংশগ্রহণের মাধ্যমে জনগণ রায় জানিয়ে দিয়েছে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণ তার দলকে জেতানোর পক্ষে রায় দিয়েছেন।  

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক এক্সবার্তায় এসব কথা বলেছেন কারাবন্দি ইমরান খান।

এক্স পোস্টে ইমরান খান বলেছেন, ‘জনগণের চাওয়াকে দমিয়ে রাখতে সব ধরনের পদ্ধতি অবলম্বন করার পরও আজ নির্বাচনে বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছেন। আমরা বারবারই বলেছি, যেটা সময়ের দাবি, তাকে কোনো শক্তি দিয়েই ঠেকানো যায় না। এখন ফর্ম ৪৫ পেয়ে ভোট পাহারা দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

এদিকে বাংলাদেশ সময় শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত পাওয়া খবরে এগিয়ে আছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।  

নির্বাচন কমিশন ঘোষিত অস্থায়ী ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত ৬২টি আসনে জয় পেয়েছে পিটিআই।

৪৬ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৩৪টি আসনে জয় পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৫ জন।

ডনের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনব্যবস্থার ওপর অনেকেরই ‘অনাস্থা’ থাকার পরও গতকাল পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোয় বেশ ভিড় দেখা গেছে।  

যদিও ভোট গ্রহণ শেষে দীর্ঘ ১২ ঘণ্টা পর ফলাফল ঘোষণা শুরু করে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি)। যা এখনও চলছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।