ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৩ ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫৩ জন আহত হয়েছেন। বুধবার এ হামলা চালানো হয়।

দেশটির কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য অতিরিক্ত সহায়তা পেতে ওয়াশিংটন সফরে রয়েছেন। ঠিক এমন সময় এ হামলার ঘটনা ঘটল।

এ সপ্তাহে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভ বুধবার ভোরে ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে ওঠে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া কিয়েভের দিকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাড়ি এবং শিশু হাসপাতালে আঘাত করেছে। এ হামলা ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হুমকি আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, রাশিয়া ভারী বোমারু বিমান বহরে বায়ুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ করছে। এটি ইউক্রেনের পাওয়ার গ্রিডে আরেকটি ভারী শীতকালীন বোমাবর্ষণের সূত্রপাত ঘটাতে পারে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে জানান, বাইডেন ইউক্রেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা বাড়ানোর বিষয়ে কাজ করতে সম্মত হয়েছেন।

বুধবার অসলোতে নর্ডিক নেতাদের সঙ্গে দেখা করেন জেলেনস্কি। তারাও প্রতিবেশী রাশিয়ার সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছেন।

জেলেনস্কি ব্রাসেলসে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। সেখানে মহাদেশের নেতারা ইউক্রেনের পক্ষে তাদের সমর্থন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।