ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের মূত্রের রিপোর্টে অ্যালকোহল-কোকেন পাওয়ার দাবি স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ইমরানের মূত্রের রিপোর্টে অ্যালকোহল-কোকেন পাওয়ার দাবি স্বাস্থ্যমন্ত্রীর

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী কাদির প্যাটেল দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মূত্রের রিপোর্টে অ্যালকোহল ও কোকেনের মতো বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে।

এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির এমন দাবি করেছেন।

গত ৯ মে ইমরান খান গ্রেপ্তার হন। এরপর তার মূত্রের নমুনা নেওয়া হয় পরীক্ষার জন্য।

সেই পরীক্ষার রিপোর্ট নিয়ে শুক্রবার সম্মেলন করেন পাক স্বাস্থ্যমন্ত্রী।  খবর ডন

স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল বলেন,  ইমরান খানের পায়ে কোনো ফ্র্যাকচার নেই। পাঁচ-ছয় মাস ধরে কেন তিনি প্লাস্টার নিয়ে ঘুরছেন।   

স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল দাবি করেন, ইমরান খানের মানসিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ। তিনি এমন কিছু কাজ করেছিলেন, যা বিবেকবান মানুষও করত না।

তবে তিনি বলেন, যে নমুনার উপাদানগুলোর অনুপাত এবং ঘনত্বের পরিমাণ না আসা পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।