ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

নীলফামারীতে জাতীয় ভ্যাট দিবসে র‌্যালি-আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, ডিসেম্বর ১৩, ২০১৭
নীলফামারীতে জাতীয় ভ্যাট দিবসে র‌্যালি-আলোচনা সভা র‌্যালি। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনায় সভায় মিলিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় রংপুরের ডেপুটি কমিশনার সাইফুল হক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক শামসুল হক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল সৈয়দপুরের রাজস্ব কর্মকর্তা নেয়ামত আলী, নীলফামারী সার্কেলের রাজস্ব কর্মকর্তা ইছহাক মিয়া ও জলঢাকা সার্কেলের রাজস্ব কর্মকর্তা নাজিম।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।