ঢাকা, শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জুন ২০২৪, ০৬ জিলহজ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ডেসকোর বিল সংগ্রহ করবে রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ডেসকোর বিল সংগ্রহ করবে রবি

ঢাকা: ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) পক্ষে গ্রাহকদের বিল সংগ্রহ করবে মোবাইল ফোন অপারেটর রবি।
 
রবি ও ডেসকো’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে বলে সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।


 
রাজধানীর নিকুঞ্জে ডেসকোর প্রধান কার্যালয়ে সংস্থার কোম্পানি সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুলফিকার তাহমিদ ও রবি’র ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট, রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স দেওয়ান নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্র আদান-প্রদান করেন।
 
ডেসকো’র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস) মো. রফি উদ্দিন এবং রবি’র এম-ইউটিলিটি ম্যানেজার মো. নজরুল ইসলাম জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।