ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬’র লোগো উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬’র লোগো উন্মোচন

ঢাকা: বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬’র লোগো উন্মোচন করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা কার্যালয়ে এ লোগো উন্মোচন করা হয়।

শিক্ষার্থীদের বিজ্ঞান পড়তে উৎসাহিত করতেই এ উদ্যোগ।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, নিউ এজের এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান এএসএম শহিদুল্লাহ খান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র হেড অব নিউজ মাহমুদ মেনন খান, দৈনিক সমকালের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার আবুল খায়ের চৌধুরী, রেডিও ভূমি প্রডিউসার ও প্রেজেন্টার আহম্মেদ ইমতিয়াজ সাব্বির প্রমুখ।

ড. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহী করতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দেশকে এগিয়ে নিতে রিসার্সের (গবেষণালব্ধ) বিকল্প নেই। অলিম্পিয়াডের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী কিছু বেরিয়ে আসবে, মিডিয়া পার্টনার হিসাবে আমরা সারা দেশ ও বিদেশে তা তুলে ধরবো।

ড. মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, বিজ্ঞান একাডেমির অর্থনৈতিক দৈন্যদশা রয়েছে। তার মধ্যেও দেশ ও বিদেশের বিভিন্ন উৎসবে শিক্ষার্থীদের পাঠানো হচ্ছে। অন্য উৎসবে অনেকেই এগিয়ে এলেও বিজ্ঞান অলিম্পিয়াডে সেভাবে কাউকে পাওয়া যায় না। সরকারের অনুদানও সেভাবে নেই। তারপরও একাডেমি বিজ্ঞানভিত্তিক শিক্ষায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র হেড অব নিউজ মাহমুদ মেনন খান বলেন, এখান থেকে নতুন যাত্রা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের তরুণ শিক্ষার্থীদের নতুন নতুন সব উদ্ভাবনা আমরা মিডিয়া ‍পার্টনার হিসেবে বাংলানিউজে তুলে ধরবো। আশাকরি এর মধ্য দিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড সত্যিকার সফলতার দিকে এগিয়ে যাবে।

বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। এর টাইটেল স্পন্সর ফার্স্ট সিকিউরিট ব্যাংক লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম, এটিএন বাংলা, নিউ এজ, সমকাল, রেডিও ভূমি।

এবার অলিম্পিয়াড দেশের ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে প্রায় ৪শ থেকে ৫শ শিক্ষার্থী অংশ নেবেন।

অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ বিজ্ঞান একাডেমিকে ৩০ লাখ টাকার চেক তুলে দেয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫/আপডেট: ১৫৪২ ঘণ্টা
এসএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।