ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ইনফোকমের ১৪তম আসরে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ইনফোকমের ১৪তম আসরে যোগ দিচ্ছে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনফোকমের ১৪তম আসর। কলকাতার হোটেল সোনারে তিন দিনব্যাপী এ আয়োজনে নতুন নতুন তথ্য প্রযুক্তিভিত্তিক আলোচনা ও প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বের অন্যান্যদেশের প্রতিনিধিরা যোগদান করবেন।



সিটিও (চিফ টেকনোলজি অফিসার) ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের নেতৃতে বাংলাদেশ থেকে ২০ সদস্যের একটি দল আয়োজনে যোগদান করছে।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন ফোরামের সভাপতি তপন কান্তি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চতুর্থবারের মতো আমরা এ আয়োজনে অংশগ্রহণ করতে যাচ্ছি। বিভিন্ন দেশের তথ্য-প্রযুক্তিবিদ এবং নেতৃত্বস্থানীয়দের অংশগ্রহণের এ মিলনমেলা কর্মঅভিজ্ঞতা এবং জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে। যা আমাদের কর্মদক্ষতা উন্নয়নে সহায়তা করবে।

আগামী মার্চে সিটিও ফোরাম ও ইনফোকমের উদ্যোগে বাংলাদেশ সিটিও সামিট-২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।