ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গুগলের শিশির খানের সাথে ‘টেক আড্ডা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জানুয়ারি ২২, ২০১৫
গুগলের শিশির খানের সাথে ‘টেক আড্ডা’

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে কাজ শুরু করেন শিশির খান। এক দশকেরও বেশি সময় ধরে কর্মরত শিশির খান বর্তমানে গুগলের টিপিএম ও রিলিজ ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।



বেসিসের অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) বুধবার দেশের আইটি সেক্টরের পেশাজীবি এবং শিক্ষার্থীদেরকে তার সঙ্গে আড্ডার সুযোগ করে দিয়েছিলেন।

রাজধানীর কারওয়ান বাজারস্থ বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই টেক আড্ডায় মেতেছিলেন অনলাইন নিবন্ধনের মাধ্যমে আসা শতাধিক পেশাজীবি, শিক্ষার্থীরা।
বিআইটিএমের উপদেষ্ঠা ও বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় শিশির খান গুগলে কাজ করার অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া বাজারের চাহিদানুযায়ী কিভাবে সফটওয়্যার ডেভেলপ করা যায় এবং টেকনোলজি ইকো-সিস্টেম পরিবর্তন করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ