ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

এন১’র স্টক ফুরোল ৪ মিনিটে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এন১’র স্টক ফুরোল ৪ মিনিটে

মাত্র ৪ মিনিটেই স্টক শেষ হয়েছে নকিয়া এন১ ট্যাবের! আর এ খবরে এখন অনেকেই ভাবছে, নকিয়া এন১ কি চীন-ভিত্তিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জিওমি’র নতুন প্রতিদ্বন্দী। অ্যান্ড্রয়েড ওএস যুক্ত নতুন এ ট্যাবটি তৈরিতে নকিয়ার অংশীদার হয়েছে ফক্সকন।

এখন পর্যন্ত অন্য কোনো দেশে এন১ আসেনি। এন১’র প্রথম বাজার চীন। তথ্য মতে, চীনের বাজারে পণ্যটি উন্মুক্তের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে মাত্র ৪ মিনিটে মজুদে থাকা ২০ হাজার ট্যাবই বিক্রি হয়ে যায়।

বলা হচ্ছে, প্রযুক্তি জগতের লোকজন ভালভাবে অবগত যে নকিয়া পণ্যে ভক্তদের দূর্বলতা অনেকখানি। তবে সাদামাটা মধ্যমানের বৈশিষ্ট্যযুক্ত এন১ ট্যাব মানুষকে এভাবে কাছে টানবে এটা ধারণার বাহিরে ছিল।

নকিয়া জিওমির পথেই হাটছে এমনও ধারণা করছে কেউ কেউ। জিওমি এমন রেকর্ড বেশ কয়েকবার গড়েছে। কিন্ত মুহূর্তের মধ্যে এন১ বিক্রির রেকর্ডের সাথে জিওমি’র অর্জন তুলনীয় নয়।

এর পরেও এই সফলতা অবশ্যই প্রশংসাজনক। কারণ এতো কম সময়ে মানুষকে আকৃষ্ট করার মতো গুণ রয়েছে এন১ ট্যাবের।

২.৩ গিগাহার্জ, ৬৪ বিটের ইন্টেল জেড৩৫৮০ এটম প্রসেসর, ৮ এমপি মূল এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল রেজ্যুলেশনের ৭.৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এ পণ্যের দামও সাধ্যের মধ্যে (২৫০ ডলার)।

এন১’র কম দাম প্রচুর সংখ্যক গ্রাহক আকৃষ্ট করেছে এছাড়া আরো ভালোভাবে চিন্তা করলে নকিয়া ব্র্যান্ডিং স্বয়ং এই রেকর্ড গড়ার পেছনের মূল কারণ এমনও বলছে প্রযুক্তিপণ্যের বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।