ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

‘ইন্টারেক্টিভ অনলাইন লার্নিং’ বিষয়ক সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
‘ইন্টারেক্টিভ অনলাইন লার্নিং’ বিষয়ক সেমিনার

‘ডিজাইন, ডেভেলপ, টীচ্ অ্যান্ড ম্যানেজ অনলাইন লার্নিং” বিষয়ক সেমিনারের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিষ্টিটিউট (এইচআরডিআই)। বুধবার ধানমন্ডির সোবহানবাগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে ইন্টারেক্টিভ অনলাইন লার্নিং ডিজাইনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বখ্যাত অনলাইন লার্নিং এর গুরু ও বিশেষজ্ঞ বোস্টনের সাফক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মওদুদুর রহমান।



অনলাইন টুলস্ ব্যবহার করে কিভাবে শিক্ষার গুনগতমান আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করেন তিনি।

সেমিনারের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোঃ সবুর খান সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করেন।

এইচআরডিআই এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইউছুফ এম ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিভাগের অনুষদ সদস্য এবং প্রসাশনিক কর্মকর্তারা অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।