ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা বুধবার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা বুধবার শুরু

ঢাকা: ডিজিটাল কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ই-সেবা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’।

পর্যায়ক্রমে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্য সচিব মরতুজা আহমদ এ তথ্য জানান।

তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় সারাদেশে ৬৪টি জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২০১০ সাল থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে।

এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, বুধবার নরসিংদীতে আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী মেলা শুরু হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর‌্যন্ত তিন দিনব্যাপী মেলায় ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট ও ই-সেবা স্টল ছাড়াও ইনোভেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

এবার প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য আলাদা স্টল থাকবে জানিয়ে এটুআই প্রকল্প পরিচালক বলেন, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, কারিগরি শিক্ষা, স্বপ্ল ও বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদর্শনের সুযোগ থাকবে।

ই-কমার্স স্টল ছাড়াও রেলওয়ে, বিআরটিএ, পোস্টাল বিভাগের সেবা এবং স্থানীয় পর্যায়ের উদ্ভাবন দেখানো হবে।

যোগ্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও ডিজিটাল সেন্টারের জন্য অ্যাওয়ার্ডের ব্যবস্থা রয়েছে বলেও জানান এটুআই-এর প্রকল্প পরিচালক।
তিনি বলেন, জেলা ইনোভেশন টিমের জন্য তিনটি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুমের জন্য তিনটি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পাঁচ সরকারি কর্মকর্তা এবং একজন স্থানীয় জনপ্রতিনিধিকে পুরস্কার দেওয়া হবে।

মেলায় ডিজিটাল বাংলাদেশ ও ই-সেবা বিষয়ক সংগীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, পথ নাটক ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কামরুন নাহারসহ কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪, আপডেট: ১ ৩৩৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।