ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ডি-লিংক মডেমে রাউটার সুবিধা!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
ডি-লিংক মডেমে রাউটার সুবিধা!

মডেম থেকেই বন্ধু, পরিবার কিংবা অফিস সহকর্মীদের সঙ্গে দ্রুত গতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট শেয়ারের সুবিধা দিতে দেশের বাজারে নতুন একটি রাউটার-মডেম নিয়ে এসেছে কম্পিউটার সোর্স।

ইউএসবি পোর্টের মাধ্যমে সরাসরি ডি-লিংক ডব্লিউআর-৭১০ মডেলের এই মডেমটিতে ৬ পিন মানের যে কোনো সিম ব্যবহার করা যায়।

মডেমেই ওয়াইফাই সুবিধা থাকায় দ্রুত গতির জিএসএম, ডব্লিউসিডিএমএ ও এইচএসপিএ+ নেটওয়ার্কে সংযুক্ত হওয়া যায় বাড়তি রাউটার প্রতিস্থাপনের ঝামেলা ছাড়াই। এতে থ্রিজি সংযোগ ব্যবহার করে একসঙ্গে ৮টি ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়।  

সহজ বহনযোগ্য ও ব্যবহার বান্ধব রাউটার-মডেমটির সর্বোচ্চ ডাউনলিংক গতি ২১এমবিপিএস এবং আপলিংক গতি ১১.৪ এমবিপিএস।

তিন বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ডি-লিংক ডিব্লিউআর-৭১০ রাউটারটির দাম ৪ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।