ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ভারতের বাজারে জিওমি রিদমি নোটের মূল্য নির্ধারণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
ভারতের বাজারে জিওমি রিদমি নোটের মূল্য নির্ধারণ ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে ভারতের বাজারে উন্মুক্ত হলো জিওমির রিদমি নোট। এর মূল্য নির্ধারণ করা হয়েছে আট হাজার নয়শ নিরানব্বই রুপি।

ডিসেম্বরের ২ তারিখ থেকে এটি পাওয়া যাবে।

এদিকে, রিদমি নোট ফোরজি নামে ফোরজি মডেলের একটি ট্যাব শিগগিরই ভারতের বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

রিদমি নোটের জন্য আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর (ভারতীয় সময়) রেজিস্ট্রার করা যাবে। তবে কত সংখ্যক রিদমি নোট ছাড়া হবে সে বিষয়ে কিছ‍ু জানায়নি জিওমি।

৫.৫ ইঞ্চি পর্দার রিদমি নোটের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৩ জেলিবিন ভার্সন। ১.৭ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের রিদমি নোটের ৠাম ২ জিবি।

১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ। আর এর ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এর অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ জিবি। যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার একশ এমএএইচ।

অন্যদিকে, অপারেটিং সিস্টেম বাদে (৪.৪ কিটক্যাট) একই কনফিগারেশনের রিদমি নোট ফোরজির মূল্য নির্ধারণ করা হয়েছে নয় হাজার নয়শ নিরানব্বই রুপি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।