ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ধারণার বেশি মুনাফা করছে জিওমি!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
ধারণার বেশি মুনাফা করছে জিওমি! ছবি : সংগৃহীত

ঢাকা: চার বছর আগে ২০১০ সালে যাত্রা শুরু করে জিওমি। মুনাফা তো দূরের বিষয়, এতো অল্প সময়ে বিশ্ববাসীর কাছে নিজেদের পরিচিতি তুলে ধরতে বেগ পেতে হয়েছে অনেক নামিদামি প্রতিষ্ঠানকে।



কিন্তু বিষয়টির ব্যতিক্রম ঘটলো চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওমির ক্ষেত্রে। তেমন কোনো প্রচারণা ছাড়াই হ্যান্ডসেট বাজারে জনপ্রিয় এ প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ বেড়ে চলছে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর একশ কোটি ডলার মুনাফা করবে জিওমি। প্রতিষ্ঠানটির এক আর্থিক প্রতিবেদনের সূত্র ধরে এমন তথ্য জানিয়েছে জার্নালটি।

প্রতিবেদনের বরাত দিয়ে জার্নাল জানায়, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে জিওমির নেট মুনাফা বৃদ্ধি পেয়েছে ৮৪ শতাংশ। যা আর্থিক হিসেবে ৫৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি বছর এখন পর্যন্ত এ মুনাফার পরিমাণ ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে অপর এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনের তথ্য সঠিক হলে বিষয়টি হবে সত্যিই ‘অসাধারণ’। যেখানে ব্ল্যাকবেরি, সনি ও এইচটিসির মতো প্রতিষ্ঠান মুনাফা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

বিশ্ববাজারে হ্যান্ডসেট বিক্রয়কারী চতুর্থ প্রতিষ্ঠান জিওমি। চীনের বাজারে শক্ত ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি, প্রতিষ্ঠানটির হ্যান্ডসেটের মূল্য কম হওয়ার এর হ্যান্ডসেট ঘিরে মানুষের বেশ আগ্রহ রয়েছে।

দক্ষিণ কোরিয়ার হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং, তাদের অ্যান্ড্রয়েডে যে সুবিধা দিচ্ছে, অর্ধেক মূল্যে প্রায় একই সুবিধার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট দিচ্ছে জিওমি।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়, জিওমির মুনাফার ৯৪ শতাংশই আসে হ্যান্ডসেট বিক্রি থেকে। বাকি ৬ শতাংশ আসে সফটওয়্যার বিক্রি ও বিভিন্ন সেবা থেকে।
 
অনেকের ধারণা ছিল, কম মূল্যে হ্যান্ডসেট দেওয়ায় ক্ষতির মুখে পড়ছে জিওমি। প্রতিষ্ঠানটি তাদের প্রচারণায় তেমন কোনো অর্থ ব্যয় করেনি, মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়েছে এর নাম।

তবে হ্যান্ডসেট বাজারে নিজেদের দ্বিতীয় অবস্থানে নিয়ে যেতে চায় জিওমি। ভারতের বাজারে জিওমির হ্যান্ডসেটের ব্যাপক চাহিদা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।