ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ পেলেন বাগেরহাটের ৭৫ নারী উদ্যোক্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ল্যাপটপ পেলেন বাগেরহাটের ৭৫ নারী উদ্যোক্তা

বাগেরহাট: বাগেরহাটে ৭৫ নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জব্বার।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘হার পাওয়ার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমস, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে বাগেরহাট সদর, মোংলা ও মোডরেলগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।