ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পঞ্চম শিল্প বিপ্লবে প্রোগ্রামিং ছাড়া টিকে থাকা অসম্ভব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পঞ্চম শিল্প বিপ্লবে প্রোগ্রামিং ছাড়া টিকে থাকা অসম্ভব

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, পঞ্চম শিল্প বিপ্লবের এ যুগে আমাদেরে টিকে থাকতে হলে অবশ্যই প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান অর্জন করতে হবে। প্রোগ্রামিং বা কোডিং জ্ঞান ছাড়া পঞ্চম শিল্প বিপ্লবে টিকে থাকা অসম্ভব।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আয়োজনে প্রস্পেক্ট অব ডাটা সাইন্স শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, প্রোগ্রামিং ছাড়া ডাটা সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সাইবার সিকিউরিটি সম্ভব না। এগুলো সবগুলোকে প্রোগ্রামিং গাইড করে।  

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি আবিষ্কার করেছে এবং মানুষ যাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো মানবিকতার সঙ্গে সহজভাবে ব্যবহার করতে পারে সেজন্য আমাদের সামনে পঞ্চম শিল্প বিপ্লব উপস্থিত।

মাহফুজুল ইসলাম বলেন, বাংলাদেশে আমরা এখনও গ্লোবাল বিগ ডাটাগুলো তৈরি করতে পারিনি। আমরা গুগল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি প্রতিষ্ঠানের কাছে এখনও জিম্মি। আমাদের দ্রুততম সময়ের মধ্যে বিগ ডাটা তৈরির উদ্যোগ নিতে হবে এবং সেটা এখনি নিতে হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক পরিচালক ও প্রেসিডেন্ট হাবিবুল্লহ এন করিমের মডারেশনে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডাটা সাইন্টিস্ট অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট এম এ বারি।  

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাশরুর, ডাটা সফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ, এসএসএল ওয়্যারলেসের পরিচালক ও সিটিও শাহজাদা রেদওয়ানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ 
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।