ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ভারত

ভারত দখলের স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না: যোগী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ভারত দখলের স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না: যোগী

মুসলমানদের ভারত দখলের (গাজওয়া-ই-হিন্দ) স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  

একইসঙ্গে তিনি বলেছেন, ভারত চলবে সংবিধান দিয়ে, শরিয়াহ আইন দিয়ে নয়।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যোগী বলেন, এটা নয়া ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীর পরিচালিত ভারত। এই ভারত চলবে সংবিধান দিয়ে, শরিয়াহ আইন দিয়ে নয়।

হিজাব বিতর্ক নিয়ে তিনি বলেন, স্কুল-কলেজে একই পোশাক সবার পরা উচিত। গেরুয়া চাদর ব্যবহারেও কাউকে জোরাজুরি করা উচিত নয়। করাও হয় না। প্রতিষ্ঠানের নিয়ম সবার মেনে চলা উচিত।  

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি সম্প্রতি এক বক্তব্যে বলেন, হিজাব পরা মেয়েই একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।  

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় যোগী বলেন, দেশের সব নারীর স্বাধীনতা ও অধিকার রক্ষা করা বিজেপি সরকারের উদ্দেশ্য। এ কারণে তিন তালাক বন্ধ করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, শরিয়তি আইন দিয়ে দেশ চলবে না। সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।