ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

ভারতে পালিত হলো প্রজাতন্ত্র দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ভারতে পালিত হলো প্রজাতন্ত্র দিবস

কলকাতা: ভারতে ৭৩তম প্রজাতন্ত্র দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ হলো দিল্লির রাজপথে। স্থল-বায়ু-নৌ সেনার অভিনব শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল ভারতবাসী।

করোনা আবহে এবার মূল অনুষ্ঠান অনেকটাই ছোট করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় সমর সৌধে ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপরই দিল্লির রাজপথে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল অনুষ্ঠান।  

ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে লেখেন, আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।  

পশ্চিমবঙ্গের মমতা টুইটে লেখেন, আসুন আমরা আরও একবার সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার শপথ নিই। বিশেষ করে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করার ওপর। তিনি আরও লেখেন, আসুন আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই বিচার ব্যবস্থার আদর্শ, স্বাধীনতা, ভারসাম্যকে মজবুত করার।

৭৩তম প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেডরোডে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামী, সেনাবাহিনীর যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ভিএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।