ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

নিম্নচাপ সরতেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
নিম্নচাপ সরতেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে

কলকাতা: নিম্নচাপ সরে যেতেই হালকা শীতের আমেজ বইছে ভারতের পশ্চিমবঙ্গে।

কলকাতা আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার (২৩ অক্টোবর) পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা মৌসুম।

পাশাপাশি নতুন করে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে প্রাক শীতের অনুকূল পরিস্থিতি বিরাজ করছে রাজ্যে।

এর জেরে আগামী কয়েকদিন রাত ও ভোরের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

এদিকে শীত দোরগোড়ায় কড়া নাড়ায় হালকা শীতের আমেজ পাবেন কলকাতাসহ পশ্চিবঙ্গের মানুষ। আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে রাজ্যে।

মূলত গত ১৯ অক্টোবর অর্থাৎ লক্ষ্মীপূজার পর থেকেই রাজ্যে একটু একটু করে বৃষ্টির প্রকোপ কমতে শুরু করেছে। এবার পাকাপাকিভাবে বিদায় নিলো বর্ষাকাল। তবে কি নভেম্বরের আগেই পশ্চিবঙ্গে শীত নামবে? আবহাওয়া অফিস এ প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলেও ভারতে দীপাবলির (৪ নভেম্বরে) আগে শীতের অনুভূতি যে বাড়বে তা নিশ্চিত।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, কলকাতাসহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদে আপাতত আগামী সোমবার (২৫ অক্টোবর) পর্যন্ত ভোর ও রাতের তাপমাত্রা কমবে। ফলে শীতের আমেজ পেতে শুরু করবেন বঙ্গবাসী।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০২১
ভিএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad