ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গের ছন্দ ফেরাতে খুলছে বিনোদন দুনিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, সেপ্টেম্বর ২৭, ২০২০
পশ্চিমবঙ্গের ছন্দ ফেরাতে খুলছে বিনোদন দুনিয়া নন্দন ফিল্ম সেন্টার

কলকাতা: করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জনজীবনকে ছন্দে ফেরাতে উদ্যোগ নিচ্ছে মমতা সরকার। রাজ্যে বিনোদন দুনিয়া পুরোপুরিভাবে খুলে যাচ্ছে আগামী ১ অক্টোবর থেকে।

তবে কিছু শর্তসাপেক্ষে।

শনিবার (২৬ সেপ্টম্বর) রাতে টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা, সমস্ত মিউজিক্যাল শো, নাচ, আবৃত্তি ও ম্যাজিক শো আয়োজনে অনুমতি দেওয়া হবে আগামী ১ অক্টোবর থেকে। তবে সবক্ষেত্রে ৫০ জন বা এর চেয়েও কম সংখ্যক মানুষ অংশ নিতে পারবেন। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।

গত ছয় মাসে করোনা ভাইরাস ও লকডাউনের কারণে বিশাল ক্ষতির মুখে পড়েছে পশ্চিমবঙ্গের বিনোদন দুনিয়া। এ কারণে লকডাউন ওঠার পর বিনোদন মহল থেকে দাবি আসে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যেন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়।

আবার দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ থাকার ফলে চরম সংকটে পড়েছে মালিকপক্ষ।

শেষমেশ পূজার মৌসুমে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় অনেকটাই স্বস্তি পেয়েছে পশ্চিমবঙ্গের বিনোদন দুনিয়া।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ভিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।