ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

ভারত

দিল্লিতে পেট্রোলের চেয়ে ডিজেলের দাম বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
দিল্লিতে পেট্রোলের চেয়ে ডিজেলের দাম বেশি ডিজেলের দাম বেশি

কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও ভারতের বাজারে বেড়েই চলেছে দাম৷ গত কয়েক দিনে পেট্রোলের দাম স্থির থাকলেও দিল্লিতে দাম বেড়েছে ডিজেলের। ফলে বর্তমানে দিল্লিতে পেট্রোলের চেয়ে ডিজেলের দাম বেশি।

 

শনিবার(১৮ জুলাই) দেশটির রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ দশমিক ৪৩ রুপি, যা অপরিবর্তিত রয়েছে৷ তবে ডিজেলের দাম ১৭ পয়সা প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮১ দশমিক ৫২ রুপি৷ 

ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে সবজিসহ নিত্য পণের ওপর। কয়েক দিন আগেই দিল্লিতে ১০ থেকে ১৫ রুপি দামে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছিল৷ এখন তা বেড়ে ৮০ থেকে ১০০ রুপি হয়েছে৷ তবে শুধু টমেটো নয়, অন্যান্য সবজিরও দাম বেড়েছে৷ সব কিছুর দাম বাড়তে থাকায় স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের৷ 

পাশাপাশি ভারতে প্রতিটি রাজ্যের কম বেশি দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। শনিবার দিল্লির ছাড়া মুম্বাইতে পেট্রোল ৮৭ দশমিক ১৯ রুপি, ডিজেল ৭৯ দশমিক ৭১ রুপি। কলকাতায় পেট্রোল ৮২ দশমিক ১০ রুপি, ডিজেল ৭৬ দশমিক ৬৭ রুপি, ও চেন্নাইতে পেট্রোল ৮৩ দশমিক ৬৩ রুপি এবং ডিজেল ৭৮ দশমিক ৫০ রুপি।

পেট্রোল ও ডিজেলের দামের ওপর কেন্দ্রীয় সরকারের ভ্যাট ট্যাক্সের পর প্রত্যেক রাজ্য সরকার আলাদা আলাদাভাবে ভ্যাট আরোপ করে। এর ফলে ভারতের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলর দাম ভিন্ন ভিন্ন হয়।  

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ভিএস/আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।