ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ভারত

৬ শহর থেকে কলকাতায় প্লেন চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জুলাই ৫, ২০২০
৬ শহর থেকে কলকাতায় প্লেন চলাচল বন্ধ নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর

কলকাতা: রাজ্যের দাবি মানল কেন্দ্র। করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে যাত্রীবাহী ফ্লাইট চলাচল না করানোর দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে নিল কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। ফলে ভারতের ৪ রাজ্যের ছয় শহর থেকে কলকাতায় যাত্রীবাহী প্লেন আসা আপাতত বন্ধ থাকবে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, ৬ জুলাই থেকে ১৯ জুলাই, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত মুম্বাই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদের মতো ৬টি শহর থেকে প্লেন আসবে না কলকাতায়। পাশাপাশি কলকাতা থেকেও ওই ৬ শহরে প্লেন চলা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।