ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

কলকাতায় শুরু হয়েছে রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
কলকাতায় শুরু হয়েছে রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ

ঢাকা: কলকাতার প্রদীপ সংঘে শনিবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ। পুরুষ এবং নারী মিলিয়ে মোট ৬০০ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। প্রতিযোগিতা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (৮ ডিসেম্বর) রাজ্য ক্যারাম অ্যাসশিয়েসানের সাধারণ সচিব সুজিত শাহু জানান,পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রতিযোগিরা রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ অংশ নিয়েছেন। এ প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য আশি হাজার রুপি।

চ্যাম্পিয়নরা পাবেন ২৫ হাজার রুপি। রানার্সআপ পাবেন ২০ হাজার রুপি। এছাড়া সিঙ্গেলস এবং ডাবলস দু’টি বিভাগেই খেলা হবে। নারী খেলোয়ার অংশ নেবেন ১৪ এবং ১৫ ডিসেম্বর।

প্রতিযোগিতায় যেকোনো ধরনের ডোপিং নিষিদ্ধ করার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে সংগঠন রাজ্য পুলিশ প্রশাসন। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিযোগিতা চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।