ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারত

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ৪ বাংলাদেশির ১০ বছরের দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ৪ বাংলাদেশির ১০ বছরের দণ্ড

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আরো ১৩ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন কলকাতার একটি আদালত।

শুক্রবার (৩০ আগস্ট) কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার (২৮ আগস্ট) ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত চার বাংলাদেশিসহ ১৯ জনকে অভিযুক্ত করেন। একইসঙ্গে চার বাংলাদেশিকে ‘বিদেশি আইনেও’ দোষী সাব্যস্ত করেছেন এনআইএ’র আদালত।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি দ্বিতল ভবনে বিস্ফোরণে দুজন নিহত হন। ওই ঘটনার পরই জানা যায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ওই বাড়িটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কারখানা হিসেবে ব্যবহার করছিল।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।