ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারত

পশ্চিমবঙ্গ দখল নিয়ে ‘অংক কষছে’ বিজেপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
পশ্চিমবঙ্গ দখল নিয়ে ‘অংক কষছে’ বিজেপি

কলকাতা: বিধানসভা ভোটের আগে কে হবেন হরিয়ানা বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী? তা কী আগেই স্থির করেছিল বিজেপি? মোটেও না। কোনো মুখ নয়, ব্র্যান্ড বিজেপি। সেভাবেই এখনই কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মাঠে নামার কথা চিন্তাতেই আনা হচ্ছে না বিজেপি। 

রোববার (২৫ আগস্ট) বিজেপির অন্যতম সর্বভারতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের নেতা সুরেশ পূজারি এমনই বলেছেন।

তিনি বলেছেন, বিজেপি ব্র্যান্ডেই ভরসা রাখছেন তারা।

অর্থাৎ ভোটে জেতার জন্য ময়দানে নামবে ভিভিআইপিসহ গোটা দল। ক্ষমতা দখলের পরই ঠিক হবে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যেমনটা হয়েছিল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনহর লাল বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর সময়!

তবে শুধুমাত্র হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশ-ই নয়, এর আগে ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের মতো রাজ্যের বিধানসভা নির্বাচনেও ওই রাজ্যের কোনো ব্যক্তিকেই আগেভাগে মুখ্যমন্ত্রী মুখ বা পদপ্রার্থী করে নির্বাচেনে ক্ষমতা দখল করেনি বিজেপি।  

ফলে একই ফর্মুলায় ওই সব রাজ্যে ক্ষমতা দখলের পর একই অঙ্কে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন করতে পারে কেন্দ্রে ক্ষমতাসীন দলটি।  

পশ্চিমবঙ্গ বিজেপি সূত্রে জানা যায়, কাউকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার পরিবর্তে আপাতত রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি আরও শক্তিশালী করার দিকেই নজর দিতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।  

কেন্দ্রীয় নেতাদের মতে, পশ্চিমবঙ্গে আপাতত বিজেপির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি শক্তিশালী করার কাজে হাত দিতে হবে। সেই মতো রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয়েছে। দলের সংগঠনের শক্তি বুঝে নিতে আগামী ২৭ আগস্ট কলকাতায় বিজেপির বৈঠকে বসতে চলছে। যেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গেই উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের।

চলতি বছর হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৮টি লোকসভা আসন জিতেছে বিজেপি। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল সাফল্য এসেছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরেই।  

এরপরই রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনার সৃষ্টি হয়, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষকেই মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে লড়তে পারে বিজেপি। কিন্তু শুধু দিলীপ ঘোষ নন, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কাউকেই দলের মুখ করে ভোটে লড়ার জল্পনা একেবারে উড়িয়েই দিয়েছেন বিজেপির দিল্লির নেতারা।

দ্বিতীয়বার কেন্দ্রে দলটি ক্ষমতা দখল করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মিশন-২০২১ লক্ষ্যে বঙ্গ বিজেপিকে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৮০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন।  

অবশ্য রাজ্যে বিজেপি চাইছে, অন্তত ২০০টি আসন জিতে বিধানসভার ক্ষমতা দখল করবে। সেই পরিকল্পনায় এগোচ্ছে তারা।  

তবে বিরোধীদের মতে, আর পাঁচটা রাজ্যের সঙ্গে পশ্চিমঙ্গের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। এখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আগেই ঠিক করতে হবে। এখন দেখার অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে একই ফমুর্লায় বিজেপি কিভাবে সাফল্য বহাল রাখে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ভিএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।