ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

জয়ী মিমি-নুসরাত-বাবুল সুপ্রিয়, হারলেন মুনমুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জয়ী মিমি-নুসরাত-বাবুল সুপ্রিয়, হারলেন মুনমুন

কলকাতা: টালিউডের দুই জনপ্রিয় নায়িকা মিমি ও নুসরাত জাহানের ক্ষেত্রে বলাই যায় তারা এলেন, দেখলেন এবং জয় করলেন। প্রথমবারেই বাজিমাত করলেন দুই নায়িকা। তবে গায়ক বাবুল সুপ্রিয়ের কাছে পরাজিত হয়েছেন সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন।

পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনুপম হাজারাকে ১ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন। ২০১৪ সালে ১ লাখ ২৫ হাজার ২০৩ ভোটে এই আসনে জয়লাভ করেছিল তৃণমূল।

আসানসোল লোকসভা কেন্দ্রটি ছিল দুই তারকার লড়াই। বিজেপির তরফে ছিলেন গায়ক বাবুল সুপ্রিয় আর তৃণমূলের তরফে ছিলেন অভিনেত্রী মুনমুন সেন। এই আসনে শেষ হাসি হেসেছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

জয়লাভ করেছেন আরেক টালিউড নায়িকা নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সায়ন্তন বসুকে পরাজিত করেছেন।  

অপরদিকে নির্বাচন কমিশন সূত্রের খবর, বীরভূম থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়।

**জিতলেন দেব, জয়ের পথে মিমি-নুসরাত
**
ডায়মন্ড হারবারে জিতলেন অভিষেক, হুগলীতে অভিনেত্রী লকেট

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২৩, ২০১৯
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।