ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ভারত

নির্বাচনে মোদীর প্রার্থিতা বাতিলের দাবি মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, এপ্রিল ৩০, ২০১৯
নির্বাচনে মোদীর প্রার্থিতা বাতিলের দাবি মমতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গে একটি নির্বাচনী জনসভায় সোমবার(২৯ এপ্রিল) ৪০জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সঙ্গে যোগাযোগের দাবি করেন নরেন্দ্র মোদী। 

তিনি ইঙ্গিত দেন, যেকোনো সময়ে এই বিধায়করা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে চলে আসতে পারেন।

এরপরই মঙ্গলবার (৩০ এপ্রিল) একটি জনসভায় অর্থের বিনিময়ে মোদী দল ভাঙাচ্ছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তার দাবি, নির্বাচনের মধ্যেই টাকার লেনদেনে দল ভাঙানোয় মোদী উৎসাহ দিচ্ছেন এবং নির্বাচনের কোনো নিয়ম মানছেন না মোদী। নির্বাচনী আইন লঙ্ঘনের ঘটনায় তার প্রার্থিতা বাতিলের দাবি করছি।  

এ সময় নরেন্দ্র মোদীকে ‘নির্লজ্জ প্রধানমন্ত্রী’ বলেও কটাক্ষ করেন মমতা। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেসের দল চলে। চুরির পয়সায় নয়। একজন চলে গেলেও এক লক্ষ তৈরি রয়েছে।

রাজ্যের বিভিন্ন সভায় মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষসহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া মুকুল রায়ের মতো নেতারা পশ্চিমবঙ্গের বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে নানা কথা বলছেন।

বিজেপি নেতারা বলছেন, পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ন্যূনতম ২৩টি আসন পাবে বিজেপি।  

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাইলেই কী পাওয়া যায়? তার দাবি, বিজেপি নেতাদের সমস্ত স্বপ্ন ব্যর্থ হবে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর প্রার্থিতা বাতিলের দাবিকে কেন্দ্র করে আগামী দিনে আরও জোরদার হতে চলেছে তৃণমূল বিজেপির তরজা (দুই দলের মধ্যে চলা উত্তর-প্রত্যুত্তর) ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
ভিএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।