ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ভারত

নির্ধারিত সময়েই ভারতের ভোট, শঙ্কা উড়িয়ে বললেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
নির্ধারিত সময়েই ভারতের ভোট, শঙ্কা উড়িয়ে বললেন সিইসি

কলকাতা: পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতের আসন্ন ১৭তম লোকসভা (জাতীয় সংসদ) নির্বাচন নির্ধারিত সময়ে হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সেই সংশয় উড়িয়ে দিয়ে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সুনীল অরোরা জানিয়ে দিলেন, ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সময়মতোই হবে নির্বাচন। 

শনিবার (২ মার্চ) সিইসি এ কথা জানিয়েছেন। নির্বাচন কমিশনের একটি সূত্র অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে ভোটের দিনক্ষণ।

১৬মত জাতীয় নির্বাচনের মতো এবারও এপ্রিল ও মে মাসে দেশজুড়ে ভোটগ্রহণ হবে বলে আশা করা হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন ২৬ মে।

সিইসি সুনীল অরোরা জনিয়েছেন, ভারতের জাতীয় নির্বাচনে এবার কিছু নিয়ম-কানুনের পরিবর্তন হবে। যেমন এবার প্রার্থী হিসাবে যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদের বিদেশে থাকা সম্পত্তির হিসাবও দিতে হবে। সেই সম্পত্তির ঘোষণা কতোটা সত্যি সেটি আয়কর এবং ইডি (এনফোর্সমেন্ট বিভাগ) খতিয়ে দেখবে।  

কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ওই হামলায় পাকিস্তানের হাত আছে অভিযোগ তুলে তাদের ভূখণ্ডে হামলা চালায় ভারত। পাল্টা পাকিস্তানও যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে। এসময় ভারতের এক পাইলট মিগ-২১ নিয়ে হামলা চালাতে গিয়ে ধরা পড়ে গেলে অঘোষিত যুদ্ধই শুরু হয় সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়। সেই পরিপ্রেক্ষিতে ধরেই নেওয়া হয়েছিল পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বড়-সড় সংঘর্ষ তথা যুদ্ধে হলে লোকসভা ভোট পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই।

তবে সিইসির ভাষ্য অনুসারে, চলতি মাসে নির্বাচন কমিশনের এক টিম যাবে কাশ্মীরে। তারা সেখানে গিয়ে দেখবে, ওই রাজ্যে লোকসভা (জাতীয়) নির্বাচনের সঙ্গেই বিধানসভা (স্থানীয় সংসদ) ভোট করানো সম্ভব কি-না। তারপরই ঘোষণা হতে পারে ভারতে ভোটের নির্ঘণ্ট।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad