ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ভারত

মাস না পেরুতেই কলকাতায় ফের ফ্লাইওভার ধস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, সেপ্টেম্বর ২৪, ২০১৮
মাস না পেরুতেই কলকাতায় ফের ফ্লাইওভার ধস ফ্লাইওভারে ধস, ছবি: সংগৃহীত

ঢাকা: মাস না পেরুতেই কলকাতায় আবারও ফ্লাইওভার ধসে পড়েছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশঙ্কা রয়েছে বহু হতাহতের।

সোমবার (২৪ সেপ্টেম্বর) কলকাতার কাছে কাকদ্বীপে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে পড়ে।

এর আগে গত ০৪ সেপ্টেম্বর মাঝেরহাট ফ্লাইওভারটি ভেঙে যায়।

এতে প্রাণহানি হয়েছিল ছয়জনের এবং আহত হয়েছিলেন বহু লোক।

সম্প্রতি পশ্চিমবঙ্গে কয়েকটি ফ্লাইওভার ধসে প্রাণহানি হয়েছে বহু লোকের।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।