ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

ভারত

মুম্বাই উপ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
মুম্বাই উপ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন মুম্বাই উপ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন।

ঢাকা: ভারতের মুম্বাই শহরে বাংলাদেশের উপ-হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) উপ-হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দিবসটি উপলক্ষে দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করে উপ-হাইকমিশন।

অনুষ্ঠানের প্রথম অংশে সকাল সাড়ে ৭টায় চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডেপুটি হাই কমিশনার মো. লুৎফর রহমান।

এ সময়ে উপ হাইকমিশনের সব কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযুদ্ধে তার অপরিসীম অবদানের বিষয়টি আলোকপাত করেন উপ হাইকমিশনার।  

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সন্ধ্যায় স্থানীয় হোটেল ‘তাজমহল প্যালেস’ একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন  করে উপ হাইকমিশন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র সরকারের চিফ সেক্রেটারি সুমিত মল্লিক।

এসময় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- প্রখ্যাত সংগীত শিল্পী মিতালী মুখার্জী প্রমুখ।  

অনুষ্ঠানে কূটনৈতিক কোরের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, মহারাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, সংস্কৃতি অঙ্গন ও গণমাধ্যমের প্রতিনিধিরা, ভারতীয় নৌ-বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস হ্যানয় ও ভিয়েতনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।