ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ভারত

খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: খুলনা-কলকাতা রুটে বাস চলাচল মঙ্গলবার (৩০ আগস্ট) শুরু হয়েছে। ভারতীয় একটি প্রতিনিধিদল নিয়ে খুলনার উদ্দেশে কলকাতা ছেড়ে যায় বাসটি।

একই সঙ্গে পরীক্ষামূলক ঢাকা-কলকাতা-দিল্লি রুটে শুরু হয়েছে কার্গো পরিবহন।

বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) মোটর  ভেহিকেলস চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে এ রুটে বাস পরিবহন সেবা শুরু হয়েছে।

কলকাতার ইএম বাইপাসে অবস্থিত পরিবহন ভবন থেকে কলকাতা-খুলনা বাস ও কার্গো পরিবহনের যাত্রার উদ্বোধন করা হয়।

সেখানে পতাকা  নেড়ে যাত্রা পথের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘এ বাস সেবার মাধ্যমে আগামী দিনে দুই বাংলার সম্পর্ক আরও জোরালো হবে। ’

বাংলাদেশ-ভারতের মধ্যে পরিবহন পরিষেবা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন পরিবহনমন্ত্রী।

পশ্চিমবঙ্গের  প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এটি ঐতিহাসিক একটি দিন। এই পরিষেবার সঙ্গে যুক্ত দুই দেশের মানুষকে অভিনন্দন জানাই।

বিবিআইএন-এর প্রসঙ্গ তুলে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মকর্তা মইনুল কবির বলেন, বাংলাদেশ সরকার  এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। বাস পরিষেবা চালু হলে শুধু ভারত বাংলাদেশ নয়, চারটি দেশেরই উন্নয়ন হবে।

এ সময় অন্যদের মধ্যে ভারতের সড়ক পরিবহন অধিদফতরের যুগ্ম সচিব নীনা নন্দন, অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নয়না বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, স্বর্ণকমল সাহা, আবু তাহের, রাজপাল সিং ও কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল রতন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

কলকাতা-খুলনা রুটের বাস চলাচল বাংলাদেশ-ভারতের মধ্যে তৃতীয় সরাসরি বাস পরিষেবা। এতে ভারত ও বাংলাদেশ ভ্রমণকারীদের পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, কলকাতা-খুলনা রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হয়েছে। শিগগির এ রুটে নিয়মিত চলাচল করবে বাস।

এ পরিষেবা চালু হলে  সুন্দরবন, বাগেরহাটের খানজাহান আলী মাজারসহ খুলনার বিভিন্ন এলাকায় ভারতীয় পর্যটকদের সহজে ভ্রমণের সুযোগ বাড়বে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।