ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ভারত

বিধানসভায় ‘বাংলা’ পাস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিধানসভায় ‘বাংলা’ পাস!

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হলো রাজ্যের নতুন নাম ‘বাংলা’। ‘বঙ্গ’ না ‘বাংলা’ এ নিয়ে চলছিলো তুমুল আলোচনা-সমালোচনা।

‘বাংলা’কে ইংরেজিতে বলা হবে বেঙ্গল, হিন্দিতে বাঙ্গাল।

সোমবার (২৯ আগস্ট) সরাসরি ভোটে ১৮৯-৩১ ব্যবধানে নাম বদলের এ প্রস্তাব পাস হয় বিধানসভায়।

যদিও ভারত সরকারের অনুমোদনের পরেই নতুন এ নাম কার্যকর হবে। নতুন এ নামের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের বিরোধীদল কংগ্রেস। একই সুর বিজেপি ও বামেদের।

নতুন নাম ‘বাংলা’ ভারত সরকারের অনুমোদন লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম নিয়ে বিরোধীদলের ভূমিকার সমালোচনা করেন।

নাম বদল নিয়ে বামেরা প্রস্তাব দিয়েছিল হিন্দি, বাংলা, ইংরেজি সব ভাষাতেই শুধু বাংলা নামটাই রাখা হোক। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী যুক্তি দেন, এমনটা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে গুলিয়ে যাবে রাজ্যের নাম। এরপর ভোটাভুটিতে ১৮৯-৩১ ব্যবাধানে নাম বদলের প্রস্তাব পাস হয় বিধানসভায়। খুব শিগগিরই দিল্লি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ২৯ আগস্ট , ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।