ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ভারত

আগরতলায় ৩ জুয়াড়ি আটক 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, জুলাই ৮, ২০১৬
আগরতলায় ৩ জুয়াড়ি আটক  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ তিন জুয়াড়িকে আটক করেছে আগরতলার জিবি ফাঁড়ির পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) পুলিশ নন্দননগরের পোড়াবাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানে জঙ্গলাকীর্ণ এলাকা থেকে পুলিশ তিন জুয়াড়িকে আটক করে। একইসঙ্গে নগদ রুপিসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

আটক তিন যুবক হলেন- অনিল দেববর্মা, কৌশিক দেববর্মা ও বিক্রম দেববর্মা।

জিবি ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আগামী দিনেও জুয়াড়িদের বিরুধে তাদের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।