ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ভারত

আগরতলায় শুরু হলো সারা ভারত যুব লেখক উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, মে ২৮, ২০১৬
আগরতলায় শুরু হলো সারা ভারত যুব লেখক উৎসব

আগরতলা: আগরতলায় শুরু হলো দু’দিনব্যাপী সারা ভারত যুব লেখক উৎসব। শনিবার (২৮ মে) রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে এ উৎসবের সূচনা করেন আসাম রাজ্যের প্রখ্যাত লেখক নগেন সৈকিয়া।

ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত যুব লেখকদের সম্মেলনে সারা দেশের সংবিধান স্বীকৃত ২৪টি ভাষাসহ ২৭টি ভাষার প্রায় ৪৫ জন লেখক উপস্থিত রয়েছেন। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের বাংলা, ককবরক, মগ, চাকমা ভাষার লেখকরাও অংশ নেন।

সাহিত্য একাডেমি এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরআইএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।