ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ভারত

ভারতীয় লেখক গীতা মেহতার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
ভারতীয় লেখক গীতা মেহতার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক 

ভারতের প্রখ্যাত লেখক, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক গীতা মেহতা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়।

পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গীতা মেহতা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বড় বোন।

১৯৪৩ সালে দিল্লিতে বিজু পট্টনায়েক এবং জ্ঞান পট্টনায়কের দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ভারতে এবং যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অফিসিয়াল হ্যান্ডেলে 'এক্স'-এ পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওই পোস্টে মোদি বলেন, প্রখ্যাত লেখিকা গীতা মেহতার মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন বহুমুখী প্রতিভার ব্যক্তিত্ব ছিলেন, তার বুদ্ধিমত্তা এবং লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের জন্য পরিচিত ছিলেন। তিনি প্রকৃতি এবং নদী সংরক্ষণ সম্পর্কে উৎসাহী ছিলেন।  

ওড়িশার রাজ্যপাল গণেশি লালও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দক্ষ ইংরেজি লেখক গীতা মেহতার মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এছাড়া মেহতার মৃত্যুতে বেশ কয়েকজন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।