ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারত

ইন্দো বাংলা প্রেসক্লাবের ইফতারে নিমন্ত্রিত বাংলাদেশের রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ইন্দো বাংলা প্রেসক্লাবের ইফতারে নিমন্ত্রিত বাংলাদেশের রাষ্ট্রদূত

কলকাতা: সিয়াম সাধনার মাস রমজান। আর তাই পবিত্র রমজানের শেষ লগ্নে এসে সোমবার (১৭ এপ্রিল) কলকাতায় অবস্থিত ইন্দো বাংলা প্রেসক্লাব আয়োজন করল ইফতার মাহফিল।

ইফতারে ফল, খেজুরসহ মোট ১৫ রকমের পদ রাখা হয়েছিল।

ইফতারে অংশ নেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, ভিসা প্রধান আলমাস হোসেন, প্রথম সচিব প্রেস, রঞ্জন সেন ও ক্লাবের সদস্যরা।  

এ বিষয়ে ক্লাবের মুখপাত্র দীপক দেবনাথ বলেন, আমরা যেমন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ বিনিময়ের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি। তেমনিভাবে ইফতারের আয়োজন করা হয়েছে।  

সহ-সভাপতি সত্যজিৎ চক্রবর্তী বলেন, এভাবেই সব ধর্মের উৎসব পালন করব প্রতিবছর। আগামী দিনে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হবে।  

দুদেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ইন্দো বাংলা প্রেসক্লাব। সেই প্রেসক্লাব এদিন আয়োজন করেছিল ইফতার মাহফিলের। প্রেসক্লাবের মূলমন্ত্র সাংবাদিকদের সঙ্গে, সাংবাদিকদের পাশে। প্রেসক্লাবও মনে করে ধর্ম যার যার, উৎসব সবার।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।