ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

রাশিফল

জেনে নিন আপনার আজকের রাশিফল

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
জেনে নিন আপনার আজকের রাশিফল

আজ ৯ জ্যৈষ্ঠ ১৪৩০, ২৩ মে ২০২৩, ০৩ জিলকদ ১৪৪৪ রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।  

মেষ: কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করে যোগ্যতা দেখাতে সক্ষম হবেন। আপনার সঙ্গে অনেকের বন্ধুত্ব হবে। শরীর-স্বাস্থ্য ভালোই থাকবে।  

বৃষ: রাজনীতির ক্ষেত্রে সুনাম-খ্যাতি পুনরুদ্ধার হবে। অংশীদারি ব্যবসায় কোনো সমস্যা আসতে পারে। বিপরীত লিঙ্গের দ্বারা ক্ষতির সম্ভাবনা।  

মিথুন: কোনো চুক্তির আগে সব দিক বিবেচনা করে নেবেন। সাংসারিক সমস্যার সমাধান হবে। অর্থ সঞ্চয় হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।  

কর্কট: আর্থিক অপচয় বা দ্রব্য ক্ষতি হওয়ার আশঙ্কা। চাকরিক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন। আয় বাড়বে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন।

সিংহ: বিশেষ কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকতে হতে পারে। আপনার প্রতি অনেকে ঈর্ষান্বিত হবে। কাজ-কর্মে উৎসাহ-উদ্দীপনা বাড়বে। ঘনিষ্ঠ কারও অসুস্থতার জন্য কয়েকদিন দুশ্চিন্তায় কাটবে।

কন্যা: বেকারদের চাকরির ব্যাপারে আশার আলো দেখা দেবে। ক্রীড়াবিদদের সময়টা অনুকূল নয়। ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা আসবে।  

তুলা: কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। ব্যবসায় উন্নতির লক্ষণ আছে। কোনো সমস্যার সমাধান হবে। সন্তানের ব্যাপারে গর্বিত হতে পারেন।

বৃশ্চিক: গৃহের মূল্যবান কোনো দ্রব্যের ক্ষতির সম্ভাবনা। দাম্পত্যকলহ দূর হবে। প্রিয়জনদের সঙ্গে কয়েকদিনের জন্য বেড়াতে যেতে পারেন। মূত্রজনিত রোগের সমস্যা বাড়তে পারে।

ধনু: গুরুজনদের দৈহিক অমঙ্গলের আশঙ্কা। উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করবেন না। সম্পত্তির ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে।

মকর: দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার নম্র ব্যবহারে অনেকের সাহায্য পাবেন। চাকরিক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বিবাহিতদের সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা।

কুম্ভ: অন্ধ বিশ্বাসে কোনো কিছু মেনে নেবেন না, ক্ষতি হতে পারে। কারও সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। ক্ষেত্র বিশেষে পুরোনো ঋণ পরিশোধ করতে পারেন।

মীন: কোনো কারণে মানসিক উদ্বেগ বাড়বে। কোনো গোপন তথ্য প্রকাশ হয়ে যেতে পারে। আপনার মধ্যে একটা অসংযমী ভাব প্রকাশ পাবে। ধৈর্য ধরুন।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।