ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাশিফল

জেনে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
জেনে নিন কেমন যাবে আজকের দিন

আজ ২১ ফাল্গুন ১৪২৯, ০৬ মার্চ ২০২৩, ১২ শাবান ১৪৪৪ রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: হঠাৎ বদলির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি গ্রহের প্রভাবে শুভ ফল লাভ হবে। চাকরিক্ষেত্রে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।  

বৃষ: সাংসারিক ব্যয় বাড়ার ফলে অশান্তি দেখা দিতে পারে। সাংবাদিকতার কাজে উৎসাহ বাড়বে।  

মিথুন: শাসন বিভাগে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা আছে। কন্যা বা ভগ্নির বিয়ের কথাবার্তা পাকা হতে পারে। শরীরের প্রতি যত্ন নিন।

কর্কট: কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকার ফলে কাজকর্মে অনীহা দেখা দেবে। ব্যবসায়ে পুনঃঅর্থ বিনিয়োগের আগে চিন্তা করবেন। পরিবারের কারোর বড় ধরনের অসুস্থতা আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে।

সিংহ: কর্ম উপলক্ষে বাইরে যাবার সম্ভাবনা আছে। আর্থিক কোনো পরিকল্পনা সার্থক হতে পারে।

কন্যা: কোনো সন্তানের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। চাকরিক্ষেত্রে আপনার একাগ্রতা ও নিয়মানুবর্তিতা উন্নতির পথ প্রশস্ত করবে।

তুলা: নতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বাড়বে। আপনার অমিতব্যয়িতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। সঞ্চয়ের ওপর হাত পড়তে পারে।

বৃশ্চিক: বয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা। পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন।

ধনু: অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু বিঘ্ন আসতে পারে। দুঃখ পেতে পারেন। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। হঠাৎ পরিবর্তন আসতে পারে।

মকর: বেকারদের কোনো সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে। মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে।

কুম্ভ: স্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বাড়বে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বাড়লেও হাতে অর্থ আসবে।

মীন: বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে।

বাংলাদশে সময়: ০৭১৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।