ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

নোয়াখালীতে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জুন ৯, ২০২২
নোয়াখালীতে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নোয়াখালী: নোয়াখালীরতে দুটি ফিজিওথেরাপি সেন্টার, দুটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহর মাইজদীতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা নুসরাত জেবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আরও অংশ নেন- জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও প্রধান সহকারী এটিএম আকরাম চৌধুরী।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত, প্রয়োজনীয় কাগজপত্র বিহীন ও বিভিন্ন অনিয়মের কারণে সেইভ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া প্রাইভেট হাসপাতাল, সু-স্বাস্থ্য ফিজিওথেরাপি সেন্টার, বেটার লাইফ ফিজিওথেরাপি সেন্টার এবং দেশবন্ধু ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।