ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

মমেকে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
মমেকে করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুই জন হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আব্দুস সামাদ (৬৫) ও আব্দুর রশিদ (৫৫)।

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আট জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৮ জন করোনা পজিটিভ। এছাড়াও করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।