ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি সিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি সিরাজ

ঢাকা: বগুড়া সদর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) ও তার স্ত্রী শাহনাজ সিরাজ করোনা সংক্রমিত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শায়রুল জানান, করোনা আক্রান্ত জিএম সিরাজ ও তার স্ত্রী চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। তারা নিজ বাসায় আইসোলশনে রয়েছন।  

দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সবার কাছে জিএম সিরাজ ও তার স্ত্রী শাহনাজ সিরাজ দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল।

বাংলাদেশ সময়: ১৯০৬, জানুয়ারি ২৯, ২০২২
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।