ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

টানা ৪ দিন করোনায় মৃত্যুহীন রামেক হাসপাতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
টানা ৪ দিন করোনায় মৃত্যুহীন রামেক হাসপাতাল

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে টানা চার দিন কোনো মৃত্যু হয়নি। একই সময় কোনো করোনা রোগীও শনাক্ত হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে, তখন এ খবর অশ্যই রাজশাহীর জন্য অনেকটা স্বস্তির। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।  

যে কোনো সময় আবারও সংক্রামণ বেড়ে যেতে পারে। এজন্য সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সম্ভাব্য সবাইকে টিকা কভারেজের আওতায় আনতে হবে বলেও করোনা সংক্রমণ প্রশ্নে উল্লেখ করেন হাসপাতাল পরিচালক।

এদিকে রামেক হাসপাতালের দৈনন্দিন এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ইউনিট ১০৪টি বেডের বিপরীতে বর্তমানে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুজন রোগী।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।