ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ফরিদপুরে নার্সকে লাঞ্ছিত করার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
ফরিদপুরে নার্সকে লাঞ্ছিত করার অভিযোগ  ফাইল ছবি

ফরিদপুর: ফরিদপুর জেনারেল হাসপাতালের খোদেজা খাতুন নামে এক সিনিয়র স্টাফ নার্সকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।  

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. জালাল উদ্দিনের নামে এ অভিযোগ উঠে।

পরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে খোদেজা খাতুনসহ ৫১ জন নার্স সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনার পর থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালের নার্সদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।   

সিভিল সার্জন বরাবর পাঠানো অভিযোগে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ফরিদপুর জেনারেল হাসপাতালের করোনার টিকাদান কেন্দ্রে খোদেজা খাতুন তার কন্যা আরিফা ইসলামকে নিয়ে টিকা দিতে যান। এ সময় সেখানে থাকা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. জালাল উদ্দিন তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। এছাড়া তাকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সেখানে থাকা সহকারী নার্স মো. আবুল হোসেন প্রতিবাদ করলে তিনি তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।  

এদিকে, এ ঘটনায় হাসপাতালের ৫১ জন নার্স প্রতিবাদ জানিয়ে সিভিল সার্জন-কাম তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ দায়ের করেছেন। খোদেজা খাতুনসহ অন্য নার্সরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে জানান, জালাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য থাকবো।  

এ বিষয়ে সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি। এগুলো মিথ্যা প্রপাগান্ডা তার বিরুদ্ধে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দু-একদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।