ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

করোনায় পাঁচ বিভাগে মৃত্যু শূন্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
করোনায় পাঁচ বিভাগে মৃত্যু শূন্য

ঢাকা: দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। ফলে কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মাত্র পাঁচ জন। আশার খবর হচ্ছে ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের মধ্যে পাঁচ বিভাগেই করোনায় ভাইরাসে কেউ আক্রান্ত হয়ে মারা যায়নি।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৮৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮২৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত পাঁচ জনের মধ্যে ঢাকা বিভাগে দুইজন, চট্রগ্রাম বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে একজন মারা যান। ফলে রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কেউ মারা যায়নি। মৃত পাঁচ জনের সবাই সরকারি হাসপাতালেই মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।  মৃত পাঁচ জনের মধ্যে পুরুষ দুই জন এবং তিন জন নারী।                

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।