ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

না.গঞ্জে ৯ মাস পর একদিনে সর্বোচ্চ শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
না.গঞ্জে ৯ মাস পর একদিনে সর্বোচ্চ শনাক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৯ মাস পর সোমবার (২২ মার্চ) একদিনে সর্বোচ্চ ৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

এর আগে ২০২০ সালের ৩০ জুন সর্বশেষ একদিনে ৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়।

ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ৯ মাস আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত আমরা শনাক্ত করি ৫৭ জন। এরপর আর গত ৯ মাসে এতো শনাক্ত হয়নি। শেষ ৩ মাস আমরা ১ ডিজিটে আক্রান্ত শনাক্ত করেছি। চলতি মাসে অনেক বেড়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে। সবাইকে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে অনুরোধ রইলো।

গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭৩ জন, মারা গেছেন ১৬২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮০৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।