ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতিতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতিতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প মেডিক্যাল ক্যাম্প।

বান্দরবান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প অুনষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) সকালে ৬৯ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ও ৭-ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এসময় মেডিসিন, ডেন্টাল, গাইনি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।  

বান্দরবান জেলা সদরের বিভিন্ন গরিব ও অসহায় জনসাধারণ সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে এসে চিকিৎসাসেবা নেন।

এদিকে শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে বিকেলে বান্দরবান স্টেডিয়ামে রয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।