ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

করোনায় পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় এবার যোগব্যায়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, জুন ১২, ২০২০
করোনায় পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় এবার যোগব্যায়াম যোগব্যায়াম সেশনে অংশ নেন ডিএমপি সদস্যরা

ঢাকা: চলমান করোনা সংকটের পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সাত হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুচিকিৎসা ও নানামুখী পদক্ষেপের কারণে আক্রান্তের প্রায় অর্ধেক সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ধারাবাহিক বিভিন্ন কার্যক্রমের ফলে আক্রান্তরা যেমন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তেমনি বাহিনীটিতে কমছে নতুন আক্রান্তের সংখ্যাও।

আর এবার ডিএমপির সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা প্রচেষ্টায় যুক্ত হলো যোগব্যায়াম বা ইয়োগা।

শুক্রবার (১২ জুন) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে একটি যোগব্যায়াম সেশন অনুষ্ঠিত হয়।

এই সেশনে ডিএমপির ২০০ পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। আর সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।

ডিএমপির সহকারি কমিশনার (এসি-ফোর্স) কে. এন. রায় জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনা ও ডিসি (কল্যাণ ও ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞার প্রত্যক্ষ তত্ত্বাবধানে যোগব্যায়াম সেশন অনুষ্ঠিত হয়েছে। এখন থেকে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি শুক্র ও শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই যোগব্যায়াম সেশন অনুষ্ঠিত হবে।

পর্যায়ক্রমে ডিএমপির সকল সদস্য যোগব্যায়াম সেশনে অংশগ্রহণ করে বিভিন্ন কলা-কৌশল রপ্ত করে নিয়মিত নিজে চর্চা করবেন।

সংশ্লিষ্টরা জানান, ইয়োগা বা যোগব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না, রোগ নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিবাচক চিন্তা, প্রাণায়াম, নিউরোবিক জিম, মেডিটেশনের সমন্বয়ে ইয়োগার পরিপূর্ণ প্রয়োগ মানুষকে তার ভেতরের সুপ্ত অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পারে। ওজন কমানো, শক্তিশালী নমনীয় শরীর, উজ্জ্বল ত্বক, শান্ত মন, সুস্বাস্থ্য পেতে যোগাসন ভূমিকা রাখে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১২, ২০২০
পিএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।