ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ইন্টারন্যাশনাল ডায়বেটিস ফেডারেশনে প্রথম দুই বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১২

ঢাকা: নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আক্তার হোসেন ও বাংলাদেশ ডায়বেটিস সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ডায়বেটিস ফেডারেশনের যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট ও সদস্য নির্বাচিত হয়েছেন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ ডায়বেটিস সমিতি।



সংবাদ সম্মেলনে অধ্যাপক আজাদ জানান, বাংলাদেশের গ্রামের মানুষদের মধ্যে ডায়বেটিস রোগের বৃদ্ধির হার ও প্রকৃত কারণ খুঁজে দেখার উদ্দেশে বাংলাদেশ ডায়বেটিস সমিতি ও অসলো বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সাল থেকে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করে আসছে।

এতে  আরও উপস্থিত ছিলেন, রিসার্চ ফেলো ডা. বিশ্বজিৎ ভৌমিক।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।