ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

গাইবান্ধায় হোম কোয়ারেন্টিনে ১০০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মার্চ ২২, ২০২০
গাইবান্ধায় হোম কোয়ারেন্টিনে ১০০ জন

গাইবান্ধা: প্রাণঘাতী কোভিড-১৯ সংক্রমণ এড়াতে গাইবান্ধায় বিভিন্ন দেশ থেকে আসা ১০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

রোববার (২২ মার্চ) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।   

তিনি জানান, গাইবান্ধায় রোববার দুপুর পর্যন্ত বিদেশ ফেরত ১০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদের মধ্যে তিন জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছে পাঠানো হয়েছিল। তাদের প্রতিবেদন হাতে এসেছে। বিকেলে ওই তিন জনের প্রতিবেদনের ফলাফল জানানো হবে।

এবিএম আবু হানিফ আরও জানান, কোয়ারেন্টিনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ও জেলা আনসার-ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টিন ও আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

করোনা মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, করোনা ভাইরাস  প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গাইবান্ধায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা ও সাত উপজেলায় করোনার বিস্তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠিত হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যাপিড রেসপন্স টিমও গঠিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।